Announcements:
নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে।
প্রতি শুক্রবার বাদ ইশা সাপ্তাহিক তাফসিরের দারস হবে

Category: গোসল

প্রশ্ন: ফরয গোসলে মহিলাদের নাক কানের ছিদ্রে পানি পৌঁছানোর বিধান কি? উত্তর: ফরয গোসলে মহিলাদের নাক কানে অলংকার পরিহিত থাকলে এবং তা সংকীর্ণ হলে ছিদ্রে পানি পৌঁছানো জরুরী। আর অলংকার না থাকলে ছিদ্রের উপর পানি দিলে ভিতরে চলে গেলেও ফরয আদায় হয়ে যাবে ‌...

প্রশ্ন: কোন মহিলা সন্তান প্রসাব করার পর রক্ত দেখা না দিলে গোসল করা কি জরুরী উত্তর: সন্তান প্রসাব করার পর রক্ত দেখা না দিলেও তার উপর গোসল করা আবশ্যক। প্রমানাদি ولو ولدت ولم تر دما لا يجب الغسل عند أبي يوسف وهو رواي...