Announcements:
নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে।
প্রতি শুক্রবার বাদ ইশা সাপ্তাহিক তাফসিরের দারস হবে

About Us

Share this information
পরিচিতি ও অবদান

আদর্শবান জাতি গঠনে মানবতার উন্নতি ও অগ্রগতি, সভ্য ও সুশীল সমাজ বিনির্মাণে মহান আল্লাহ প্রদত্ত ওহীভিত্তিক শিক্ষাব্যবস্থাই হল সার্বজনীন ও আদর্শ শিক্ষাব্যবস্থা। ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণ এতেই নিহিত। মানব রচিত ও পাশ্চাত্যের ধর্মহীন শিক্ষাব্যবস্থা আদর্শ শিক্ষাব্যবস্থা হতে পারে না। আর এ শিক্ষা গ্রহণ করে মানুষ ধর্মহীনতা, নাস্তিকতা, অনৈতিক অবক্ষয়ের দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। যার ফলে নীতিহীন বস্তুতান্ত্রিক জ্ঞান-বিজ্ঞান এখন বিষাক্তময়। আর এ থেকে উম্মাহকে বাঁচাতে ওহীভিত্তিক শিক্ষার প্রয়োজন। এ প্রয়োজন পূরণে কিংবদন্তি মহাপুরুষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর বিশেষ পরামর্শে, মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর বিশেষ দু’আ, মুফতিয়ে আযম বাংলাদেশ আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী রহ. এর সার্বিক তত্ত¡াবধানে দারুল উলূম দেওবন্দ ও দারুল উলূম হাটহাজারী এর মাসলাকে মুফতি অকিল উদ্দিন যশোরী হাফিযাহুল্লাহ “মারকাযুন নাহদাহ আলইসলামিয়া যশোর” ১৪৪১ হিজরী মোতাবেক ২০২০ সালে প্রতিষ্ঠা করেন।

অবস্থান:
“মারকাযুন নাহদাহ আলইসলামিয়া যশোর” বর্তমানে যশোর ঢাকা রোডস্থ মোল্লাপাড়া মোড়ে অবস্থিত। পরবর্তীতে যশোর নড়াইল রোডে হামিদপুর বাজার সংলগ্নে স্থায়ী অবস্থানের পরিকল্পনা রয়েছে।

আদর্শ:
আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শভিত্তিক দেওবন্দী মানহাজের দীনী শিক্ষাপ্রতিষ্ঠান।

 

History Image

লক্ষ্য-উদ্দেশ্য

  • ইলমে দীনের হেফাযত ও দীন প্রচারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আল্লাহর বিধানসমূহকে প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক তা’লীম-তারবীয়ত দ্বারা হক্কানী আলেম তৈরী করে তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির জন্য উপযুক্ত করে গড়ে তোলা।
  • আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ফিকহে হানাফী সংরক্ষণ
  • ভ্রান্ত মতবাদ ও সমাজে প্রচলিত কুসংস্কারের মূলোৎপাটন করে ইসলামী সহীহ আকীদা-বিশ্বাস জনসম্মুখে তুলে ধরা।

শিক্ষা ও সেবা প্রকল্প

রুকইয়াহ শারইয়্যাহ

রুকইয়াহ শারইয়্যাহ মানে শরিয়াত সম্মত ঝাড়ফুঁক, কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণি

Read More

আন নাহদাহ ফাউন্ডেশন

আর্তমানবতার সেবার লক্ষ্যে শিক্ষক, ছাত্র ও জনসাধারণের সহযোগিতায় “আন-নাহদাহ ফাউন্ড

Read More

রচনা ও প্রকাশনা বিভাগ

লেখনির মাধ্যমে যুগোপযোগী শরয়ী বিধানকে মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে মারকাযের

Read More

মিডিয়া বিভাগ

অনলাইনের মাধ্যমে যুগোপযোগী উদ্ভূত সমস্যার সমাধান দেয়া হয়ে থাকে। এছাড়াও মৌলিক দীন

Read More

আন-নাহদাহ ছাত্র পরিষদ

একাডেমিক শিক্ষার পাশাপাশি জ্ঞানের পরিধি উন্নয়নের লক্ষ্যে সমকালীন অবস্থা ও আন্তর্

Read More

আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর প্রতিষ্ঠিত আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ এর

Read More

দাওয়াহ বিভাগ

সাধারণ মানুষকে দীনের দাওয়াত, দীন শেখানো এবং নিজের আমলী যিন্দেগী গড়ার লক্ষ্যে ছাত

Read More

আদব বিভাগ

এ বিভাগের মাধ্যমে দাওয়ায়ে হাদীস সম্পন্ন আলেমদের নাহু, সফর, বালাগাত, ফাসাহাত তথা

Read More
What Our

Donator Say

Copyright 2023, All Rights Reserved