Announcements:
নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে।
প্রতি শুক্রবার বাদ ইশা সাপ্তাহিক তাফসিরের দারস হবে

রচনা ও প্রকাশনা বিভাগ

লেখনির মাধ্যমে যুগোপযোগী শরয়ী বিধানকে মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে মারকাযের রয়েছে স্বতন্ত্র রচনা ও প্রকাশনা বিভাগ। এ থেকে বিভিন্ন সময়ে বই রচনা করে অনলাইন ও অফলাইনে প্রচার করা হয়। আমাদের রচনার মধ্যে “শরয়ী রুকয়া”, “আয়াতুল আহকাম”, বিটকয়েনের বাস্তবতা ও তার শরয়ী বিধান”, “ফাতাওয়া ও মাসায়েল” “আধুনিক মাসায়েল”, “ফেসবুক ইউটিউব মাসায়েল” বিশেষভাবে উল্লেখযোগ্য।