Announcements:
নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে।
প্রতি শুক্রবার বাদ ইশা সাপ্তাহিক তাফসিরের দারস হবে

ফতওয়া বিভাগ

  • এ বিভাগের মাধ্যমে দাওরায়ে হাদীস চূড়ান্ত পরিক্ষায় উত্তীর্ণ আলেমদেরকে ফিকহ বিশেষজ্ঞ হিসেবে যুগ সমস্যার সঠিক সমাধানে যোগ্যতা সম্পন্ন মুফতিরূপে গড়ে তোলা হয়।
  • দক্ষ মুফতি সাহেবগণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন ধরণের উদ্ভূত জটিল সমস্যার সমাধান লিখিত ও মৌখিকভাবে দিয়ে থাকেন।
  • মৃতব্যক্তির পরিত্যক্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়ারিশদের মধ্যে শরীয়তের বিধান মোতাবেক সুষ্ঠু বন্টনের রূপরেখা ও দলিলভিত্তিক মূলসম্পত্তি বন্টন করে থাকেন।